সীতাকুণ্ড যুবদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার আওতাধীন সীতাকুণ্ড উপজেলা যুবদলের তিন নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের পুনরায় স্ব-পদে বহাল করা হয়েছে।

এই তিন নেতা হলেন—চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী এবং সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন মিন্টু।

বহিষ্কৃত নেতারা পুনর্বহালের জন্য আবেদন করার পর কেন্দ্রীয় যুবদল তাদের আবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেয়।

বুধবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top