সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পৌর সদর বাজারে মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং মোবাইল কোর্টের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর আওতায় ২ টি মামলায় মোট ১৪০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সেমাবার (৩ মার্চ) সীতাকুণ্ড পৌর সদর বাজারে মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
অভিযানে মুল্য তালিকা প্রদর্শন না করে নায্যমূলের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে মোঃ কামাল উল্যাহর মালিকানাধীন বাংলাদেশ স্টোরকে ১২ হাজার টাকা এবং ফলের দোকানদার মোঃ আলতাফ হোসেনকে দুই হাজার টাকা অথদণ্ড করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, পুরো রমজান মাসে জুড়ে এই অভিযান অব্যহত থাকবে। অতিরিক্ত মুনাফা অর্জনে বাড়তি দাম গ্রহণ করলে এবং খাদ্য ভেজাল দিয়ে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন