সীতাকুণ্ড উপজেলা দলিল লেখক সমিতির কলম বিরতি 

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ঘুষ বাণিজ্যের প্রতিবাদ এবং বদলীর দাবিতে কলম বিরতি শুরু করেছে দলিল লেখক সমিতি।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে সীতাকুণ্ড উপজেলা দলিল লেখক সমিতি কলম বিরতির ঘোষণা দেয়।

এর আগে গত সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা সাব-রেজস্ট্রার কার্যালয়ের সামনে এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে করে জমি রেজিস্ট্রি না হওয়ায় ভোগান্তির শিকার হয়েছেন ভুক্তভোগী জমির দাতা-গ্রহীতারা।

দলিল লেখক সমিতির সভাপতি রফিক উদ্দিন আহমেদ বলেন, বৈধ কাগজপত্র থাকাও সত্ত্বেও সাব-রেজিস্ট্রার আমাদের কাছে ঘুষ দাবি করেন। আমরা ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তিনি আমাদের দলিল রেজিস্ট্রি করেন না। খোড়া অজুহাতে তিনি সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানি করেন। আমরা যারা দলিল লেখক রয়েছি তাদের মধ্যে অনেকেই বয়স ও পেশায় সিনিয়র ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করেন। এছাড়াও দলিল লেখকদের কেউ রায়হান হাবীবের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে চাইলে তিনি তাদের সাথে দুর্ব্যবহার, তুচ্ছ-তাচ্ছিল্যসহ অসদাচরণ করে থাকেন।

আমরা এর আগে মানববন্ধন করেছি। তার বদলী না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

 

চাটগাঁ নিউজ/কামরুল/জেএইচ

Scroll to Top