সীতাকুণ্ডে ৫ হাজার মিটার চরঘেরা ও ৫টি চিংড়ি পোনার জাল জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫ হাজার মিটার চরঘেরা জাল ও পাঁচটি চিংড়ি পোনার জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড কুমিরার যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে মৎস্য শিকার করার সময় অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটারের চরঘেরা জাল ও পাঁচটি চিংড়ি পোনার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল কুমিরা ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. শওকত আকবর, কুমিরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শোভন ভৌমিক, উপজেলা মৎস্য দপ্তরের তথ্য সংগ্রহকারী রাসেল চন্দ্র দাস।

মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন এবং জাটকা সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সীতাকুণ্ডে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top