সীতাকুণ্ডে স্ত্রীর সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. জাফর (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার ভোলা কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. জাফর বরিশালের মো. বাদশা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য রমজান আলীর মালিকানাধীন ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. জাফরের সঙ্গে তার স্ত্রী বিউটি বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝগড়ার একপর্যায়ে সবার অগোচরে ঘরের ভেতরে বিমের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরবর্তীতে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top