চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে কতিপয় সন্ত্রাসী গোষ্ঠীর হাতে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত তিনবারের সিআইপি মোহাম্মদ ইমরানকে নির্মমভাবে নির্যাতন ও লাঞ্ছিতের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে এনআরবি সিআইপি এসোসিয়েশন। এতে ন্যাক্কারজনক এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।
বুধবার (১৭ জুলাই) এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই প্রতিবাদ স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয় গ্রহণ করেছে।
এরআগে গত ২১ জুন বিকাল পৌনে ৩টায় সীতাকুণ্ড বাজারে দেশের অন্যতম রেমিট্যান্স যোদ্ধা ও দানবীর মোহাম্মদ ইমরানের উপর অতর্কিত হামলা, নির্যাতন ও লাঞ্ছিতের ঘটনা ঘটে। এরপর পরেই ক্ষোভে-দু:খে ভারাক্রান্ত মন নিয়ে তিনি দুবাই পাড়ি দেন। এই নিয়ে জনপ্রিয় অনলাইন টিভি সিপ্লাসে হামলার শিকার সিআইপি ইমরানের সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদন প্রকাশ হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি প্রধান উপদেষ্টার কাছে প্রেরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে- মোহাম্মদ ইমরান দেশের একজন সম্মানিক সিআইপি। দীর্ঘ বছর যাবত মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে একজন সফল প্রবাসী ব্যবসায়ী হিসেবে অবস্থান করে বৈধ পথে রেমিট্যান্স পঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ আবদান রেখে আসছেন। যার স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক তিনি পরপর তিনবার এনআরবি সিআইপি হিসেবে নির্বাচিত হয়েছেন।
আমরা অত্যন্ত দুঃখ ও নিন্দার সাথে জানাচ্ছি যে, গত ২১ জুন বাংলাদেশ সময় বিকাল পৌনে ৩টায় কতিপয় সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় উনাকে সীতাকুণ্ড বাজারে জনসম্মুখে নির্মমভাবে নির্যাতন ও লাঞ্ছিত করা হয়েছে। এমনকী উনার জামাকাপড় ছিঁড়ে উপস্থিত সকলের সামনে অর্ধ উলঙ্গ করে নির্মমভাবে সম্মানহানী করা হয়েছে। যে সকল সন্ত্রাসীদের দ্বারা এই জঘন্য অপরাধ ঘটানো হয়েছে তারা সকলেই সীতাকুণ্ডের চিহ্নিত সন্ত্রাসী।
সিআইপি ইমরানের উপর হামলা-নির্যাতনের ঘটনায় প্রবাসীরা খুবই উদ্বিগ্ন উল্লেখ করে স্মারকলিপিতে আরও বলা হয়- উনি দীর্ঘ বছর যাবত বাংলাদেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এনআরবি সিআইপি এসোসিয়েশনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সভা, সেমিনার, রোড শো, বিজনেস সামিট এর মতো বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। পাশাপাশি প্রবাস থেকে অসুস্থ্ অসহায় প্রবাসীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান, গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, প্রবাসে বাংলাদেশি স্কুলে আর্থিক সহযোগীতা প্রদান, বাংলাদেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগের সময় সাধ্যমত সহযোগিতা করাসহ নিজ এলাকায় নিজস্ব অর্থায়নে উন্নয়ন করা, করোনা মহামারিতে প্রবাসে এবং দেশে দরিদ্র লোকের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ করা, এলাকায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে হেফজখানা, মসজিদ, দরিদ্র মানুষের চিকিৎসা, দরিদ্র বাচ্চাদের লেখাপড়ার খরচ বহন, দরিদ্র মানুষের ঘর দেওয়ার মত সামাজিক কার্যকলাপে নিয়োজিত আছেন।
আজ যদি একজন রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন বর্বরোচিত হামলার স্বীকার হন তাহলে আমরা প্রবাসীরা দেশে বসবাস করার ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা ও অনিরাপদ মনে করছি। আমরা প্রবাসীরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি যে, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য সুষ্ঠ তদন্তের মাধ্যমে সন্ত্রসীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করেন, যাতে করে সকল প্রবাসীদের দেশ ও অন্তর্বর্তীকালীর সরকারের উপর পূর্ণ আস্থা ফিরে আসে।
বিস্তারিত ভিডিও প্রতিবেদনে……
চাটগাঁ নিউজ/এসএ