সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড সাগর উপকূল থেকে অর্ধ গলিত অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে কুমিরা নৌ পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা সাতটায় উপজেলা সলিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাংলাবাজার সাগর উপকূল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মোহাম্মদ ওয়ালি উদ্দিন আকবর ঘটনা সত্যতা স্বীকার করে জানান, উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার স্থানীয়দের তথ্যমতে জানতে পারি, সাগর উপকূল বেড়িবাঁধ থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে কেওড়া বাগানের ভিতর একটি অজ্ঞাতনামা লাশ সাগরের পানিতে ভাসছে।

এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে গাউছিয়া কমিটির সহযোগিতায় লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট পরবর্তী ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। লাশটির পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে ।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top