কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর সিফাত (১৭) এর মরদেহ ১৮ ঘন্টা পর উদ্ধার হয়েছে।
আজ রোববার (১৮ মে) সকাল ১০টার সময় মরদেহ সাগরের পানিতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ ফিরোজ মিয়া।
সিফাত বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় সড়ক ঢালাইয়ের কাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কক্সবাজারের ইনানী বিচ এলাকায়।
শনিবার বিকাল সাড়ে তিনটার সময় সাগরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এরপর কুমিরা ফায়ার সার্ভিস এবং আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ কিশোরের উদ্ধারে অভিযান চালালেও লাশের সন্ধান পায়নি।
আজ রোববার ভোর থেকে ডুবুরি টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। সকাল ১০ টার সময় ওই কিশোরের মরদেহ ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় ৩০ মিটার দুরে সাগরে ভেসে উঠে।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ ফিরোজ মিয়া বলেন, নিখোঁজ কিশোরের সন্ধানে শনিবার রাত পর্যন্ত অভিযান চালানো হয়। আজ সকাল ১০টার সময় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন