সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ২৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫ টার সময় সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় ঢাকামুখী শ্রমিক বহনকারী ধান মাড়াই মেশিনকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মো: খোকন (৩০) নেত্রকোনা জেলার হাপানিয়া থানার কলমাকান্দ গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং মোঃ রানা (৩৫)।
জানা যায়, শ্রমিক বহনকারী ধান মাড়াই মেশিন গাড়িটি চট্টগ্রাম থেকে নেত্রকোনা জেলার উদ্দেশ্যে যাচ্ছিল।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ আবদুল হাকিম জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার উপজেলার সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় মহাসড়কে একটি ধান মাড়াই গাড়িকে একটি ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। লাশগুলো আমরা উদ্ধার করেছি। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/ইউডি