সীতাকুণ্ডে লোকালয়ে এসে কুকুরের আক্রমণের শিকার চিত্রা হরিণ

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ডে কুকুরের কামড়ে আহত হয়েছে এক চিত্রা হরিণ। গতকাল দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আলিনগর বেড়িবাঁধ এলাকায় আহত হরিণটিকে উদ্ধার করে বন বিভাগের লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বেড়িবাঁধ এলাকায় বন থেকে মিঠা পানি পান করতে একটি চিত্রা হরিণ লোকালয়ে বের আসলে কুকুরের কবলে পড়ে হরিণটা। এসময় হরিণটাকে কামড়ে আহত করা হলে দূর্বল হয়ে পড়ে। স্থানীয় লোকজন আহত হরিণটিকে উদ্ধার করে বন বিভাগের লোকজনকে খবর দেয়।

সীতাকুণ্ড বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ রনি আলী খান বলেন, সীতাকুণ্ডের বগাচতর, মহানগর, পশ্চিম বাকখালী, সৈয়দপুর, বাড়বকুণ্ডসহ বিভিন্ন জায়গা ম্যানগ্রোভ বন অধ্যুষিত। মিঠা পানি পান করতে হরিণটি লোকালয়ে চলে আসলে কুকুরের কামড়ে আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে। খবর পেয়ে আমরা হরিণটিকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা প্রাণী সম্পদ নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করার পরে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম বন্য প্রাণী ডিবিশন হাসপাতালে ভর্তি করা হয়

চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন

Scroll to Top