সীতাকুণ্ডে রেল স্টেশনের গেইটম্যানসহ দুজনকে কুপিয়ে জখম

চাটগাঁ নিউজ ডেস্ক: সীতাকুণ্ড উপজেলার কুমিরার ইউনিয়নের মাজার গেইট এলাকায় রেল স্টেশনের গেইটম্যানসহ দুইজনকে কুপিয়ে জখম।

স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮ টার সময় গেইটম্যান নাজমুল হোসেন সাথে এলাকার জালাল উদ্দীনের গেইট খোলা নিয়ে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে দুই-তিনজন নিয়ে জালাল নাজমুলের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এসময় দেলোয়ার হোসেন নামের একজন বাঁচাতে আসলে তাকেও এলোপাথাড়ি কুপিয়ে জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীর বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বলে জানান স্থানীয়রা। তবে এ বিষয়ে পুলিশের এখনো পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top