সীতাকুণ্ডে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শফিউল আলমের দাফন সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার বীর মুক্তিযোদ্ধা শেখ শফিউল আলম চৌধুরীকে (৭৪) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বাদ জোহর হযরত পীর পন্হিশাহ কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এক মিনিট নীরবতা পালন শেষে মসজিদে জানাজা এবং পরে পন্হিশাহ মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা শেখ শফিউল

আলম চৌধুরী শনিবার রাত সাড়ে ১১ টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি জোড়আমতল এলাকার শেখ আনিস চৌধুরী বাড়ির মরহুম শেখ গুরা মিয়া চৌধুরীর পুত্র।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রেখে যান। মরহুমের জানাজায় অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য প্রদপ্রার্থী কাজী মো. সালাহউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, বিএনপি নেতা ডা. কমল কদর প্রমুখ।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top