সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে একটি রোলিং মিলে কাজ করার সময় মেশিনের নিচে চাপা পড়ে রাজু চৌধুরী মিন্টু (৩০) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে অবস্থিত সাকিবের মালিকানাধীন জে.কে স্টিল রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক রাজু চৌধুরী উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার মুহুরী পাড়ার বাসিন্দা।
কারখানার সিকিউরিটি নুরুল আমিন জানান, কারখানার ভেতরে কাজ করার সময় হঠাৎ মেশিনের চাপা পড়ে ওই শ্রমিক ঘটনাস্থলে মারা যান।
শ্রমিকের মৃত্যুর পর পরই কর্মরত শ্রমিক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কারখানা ছেড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা কারখানার ভেতরে প্রবেশ করেন এবং শ্রমিক নিহতের বিষয়টি সীতাকুণ্ড থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশটি উদ্ধার করে।
কারখানার হিসাব রক্ষক মো.আজিম জানান, তাদের কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ। তারা রোলিং মিলের প্রয়োজনীয় সকল মেশিন ও মালামাল অন্যত্র সরিয়ে নিতে শ্রমিক দিয়ে কাজ করছিলেন। সন্ধ্যায় কারখানার ভেতরে কাটিং এর মাধ্যমে শেয়ারিং মেশিন সরিয়ে নেওয়ার সময় শ্রমিক রাজু মেশিনের নিচে চাপা পড়েন। এতে মেশিন চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার এসআই মো. রাসেল বলেন, রোলিং মিল কারখানায় মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি। ঘটনাস্থলে গিয়ে কারখানার দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন