সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (পাহাড়তলী, আকবরশাহ আংশিক) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দের পর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আল মামুন।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় পীরে কামেল হযরত মঈনউদ্দীন শাহ (রহঃ) মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রথম দিন তিন ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে গণসংযোগে অংশ নেন।
উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে গণসংযোগ পূর্বক সংক্ষপ্তি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মামুন বলেন, উত্তর কাট্টলীবাসী আমার বাবা প্রয়াত এমপি কাসেম মাস্টারে হৃদয়ের মানুষ ছিলেন। আপনাদের ভালোবাসার ঋণ কখনো শোধ করা যাবে না। সংসদ সদস্য নির্বাচিত হলে কাট্টলীকে স্মার্ট ওয়ার্ডে রূপান্তরের চেষ্টা করবো।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দীন জুয়েল, আবুল কালাম আবু, হাবীব চৌধুরী, মোঃ ইকবাল চৌধুরী, সুলতান আহম্মদ চেয়ারম্যান, কাজী আলতাফ হোসেন, জহির উদ্দিন বাবর, মোঃ ইলিয়াছ, মোঃ নুরুল কবির, আজম খাঁন, লোকমান আলী, ৯নং উত্তর পাহাড়তলী কাউন্সিলর জহুরুল আলম জসিম, কাউন্সিলর তাসলিমা নুরজাহার রুবি, ওয়ার্ড আওয়ালী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এরশারদ মামুন, হারুনুর রশিদ, মহানগর ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দীন টিটুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে ভিক্টোরিয়া জুট মিল, মুন্সিপাড়া, বিশ্বাসপাড়া, মুকিম তালুকদারবাড়ী, কালী বাড়ী, কর্ণেল জোনস রোড, ঈশান মহাজন সড়ক, চুমকি গর্মেন্টস মোড়, বশির মোহাম্মদ বাড়ীসহ বিভিন্ন এলাকা গণসংযোগ করেন।