সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে আবু তালেব (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (১৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এ ঘটনা ঘটে।

নিহত আবু তালেব জোড়আমতলস্থ ২নং ওয়ার্ডের মীর আউলিয়া বাড়ির বাসিন্দা।

জানা যায়, বৃদ্ধ পথচারী আবু তালেব হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে নিয়ে যান। গাড়ি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ব্যক্তির প্রতিবেশী এবং কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ইফতেখার আহম্মদ জুয়েল।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top