পড়া হয়েছে: ৭৩
চাটগাঁ নিউজ ডেস্কঃ সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ধরা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সীতাকুণ্ড পৌর সদরের নামার বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম। এছাড়া অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. তাহমিনা আরজু।
অভিযান পরিচালনা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম চাটগাঁ নিউজকে জানান, সীতাকুণ্ড মৎস্য ও পশু খাদ্য আইন-২০১০ এর ধারা-৪ ভঙ করায় ধারা-২০ মোতাবেক সীতাকুণ্ড পৌরসভাস্থ নামার বাজারে সীতাকুণ্ড ফিড সেন্টার ও নিউ এসএম পোল্ট্রিকে পাঁচ হাজার টাকা করে ২টি প্রতিষ্ঠানকে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন