পড়া হয়েছে: ৩৩
সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে ভেসে এসেছে অজ্ঞাতনামা এক যুবকের লাশ। শনিবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বাড়বকুণ্ড সাগর পাড় থেকে লাশটি উদ্ধার করেছে নৌ-পুলিশ।
নৌ-পুলিশের কুমিরা ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ১০টায় একব্যক্তি ফোন করে জানায়, বাড়বকুণ্ড সাগর উপকূলে এক ব্যক্তির লাশ ভেসে এসেছে। খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হয়ে দেখি আনুমানিক ১৪-১৫ দিন আগের একটি লাশ ভাসছে। মৃতদেহের মাংস খসে খসে পড়ছে। শ্যামলা আকৃতির মানুষটির হাতে একটি কালো ব্রেসলেট রয়েছে। তার বয়স আনুমানিক ৩২। উচ্চতা ৫ ফিটের বেশি। গায়ে লম্বা স্টেপের সাদা শার্ট ছিলো। রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।