সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে মো. নাঈম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে একজন রাজমিস্ত্রী বলে জানা গেছে।

রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক একই এলাকার সিরাজ মাস্টার বাড়ির প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় মো. মোমিন উদ্দিন নামে এক ব্যক্তির নতুন বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানতাবশত হাতে থাকা রড উপরের থাকা ১১ হাজার পাওয়ার লাইনের তারের সাথে সংস্পর্শে হলে নাঈম বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে একইদিন রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত মো. আলমগীর বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মো. নাঈম নামে এক যুবক আহত হলে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top