সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোঃ আলী ওই এলাকার দীল মোহাম্মদের ছেলে।

রোববার (৬ এপ্রিল) বিকাল ৫ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জোড়আমতল এলাকার বাংলাবাজার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক বিকালে রান্না ঘরে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে প্রথমে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইফতেখার আহম্মদ জুয়েল।

চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন

Scroll to Top