সীতাকুণ্ডে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক ছিলেন সাংবাদিক গড়ার কারিগর

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হকের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যােগে প্রেস ক্লাবের অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবুর সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার পরিষদের (সিআরবি) চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক ডাঃ কমল কদর, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সেক্রেটারী আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর সামছুল আলম আযাদ, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও মরহুম মাহমুদুল হক পরিবারের সদস্য আকতার উদ্দিন বাবুল, পৌর বিএনপি আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা পূঁজা কমিটির সেক্রেটারী মনোজিত কুমার নাথ, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, প্রেস ক্লাবের সহ-সভাপতি খাইরুল ইসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও মীর মোঃ দিদারুল হোসেন টুটুলসহ উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

সাংবাদিক মরহুম মাহমুদুল হকের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, মাহমুদুল হক ছিলেন সাংবাদিক গড়ার কারিগর, তার হাতে গড়া বহু সাংবাদিক আজ দেশ-বিদেশে সুনামের সাথে সাংবাদিকতা করছেন। সীতাকুণ্ডের উন্নয়নে সাংবাদিক মাহমুদুল হকের ভূমিকা অপরিসীম। মাহমুদুল হক শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি একটি প্রতিষ্ঠান ছিলেন। তিনি আজীবন সীতাকুণ্ডবাসী তথা সাংবাদিকদের হৃদয়ে বেঁচে থাকবেন।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top