চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুকুরের পানিতে ডুবে নেহাল বিন নিজাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আলাকলিপুর এলাকার রমজানের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
নিহত শিশুর চাচা মো. নাজিম জানান, দুপুরে ঘরের দরজার সামনে বসে খেলছিল তার ভাতিজা। খেলার সময় সে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে তার মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় মাধ্যমে তারা জানতে পেরেছি। এ ব্যাপারে তারা খোঁজখবর নেয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/জেএইচ