সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ ভ্যান উল্টে দুজন নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় পানবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে দুই পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার উত্তর বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার রমণী মোহন চৌধুরীর ছেলে কমল চৌধুরী (৫৩) ও হাটহাজারীর পশ্চিম দেওয়াননগর পূর্বপাড়া এলাকার মৃত ননী চৌধুরীর ছেলে সমীর চৌধুরী (৫৪)। আহত পান ব্যবসায়ী পটিয়ার হাইদগাঁও এলাকার সাধন চৌধুরীর ছেলে উজ্জল চৌধুরী (৪৯)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাতে পটিয়া থেকে পিকআপে পান বোঝাই করে মিরসরায়ের উদ্দেশ্যে রওনা হন তিন পান ব্যবসায়ী। পিকআপ ভ্যানটি বাঁশবাড়িয়া এলাকায় অতিক্রম করলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে যায়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে থাকা তিন পান ব্যবসায়ী গুরুতর আহত হন। দুর্ঘটনা পরবর্তীতে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পান ব্যবসায়ী কমল চৌধুরী ও সমীর চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনা পরবর্তীতে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top