সীতাকুণ্ডে নৌকার বৈঠা এস এম আল মামুন এর হাতে

সীতাকুন্ড প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে নৌকার মাঝি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য  মাস্টার আবুল কাসেম এর বড় পুত্র, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কে হচ্ছে সীতাকুণ্ডে নৌকার মাঝি, বেশ কিছুদিন চায়ের কাপে ঝড় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলে আসছিল। অবশ্য দলীয়ভাবে ঘোষণার একদিন আগেই নেতাকর্মীদের মাঝে এস এম আল মামুন এবার সীতাকুণ্ডের নৌকার বৈঠা ধরছেন এমন সংবাদ এক প্রকার নিশ্চিত হয়ে যায়। পরবর্তীতে আজ বিকালে এস এম আল মামুনকে চুড়ান্ত করে চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড ও চসিক আংশিক) আসনের নৌকার প্রার্থীর হিসেবে ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে সীতাকুণ্ড আসন থেকে দলীয় মনোনয়ন লাভের আশায় ফরম সংগ্রহ করেন ১১জন। তাদের মধ্যে আলোচনায় থাকেন ৪ জনের নাম। এদিকে এস এম আল মামুন এর নামটি নিশ্চিত হওয়ার পর পরই সীতাকুণ্ডে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্য বয়ে যায়।

Scroll to Top