সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, জাল ধ্বংস

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকার করায় ৪০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শনিবার (২২ জুন) দুপুরে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর, কোস্টগার্ড ও কুমিরা নৌ পুলিশের যৌথ উদ্যোগে উপজেলার সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটে এ অভিযান চালানো হয়।

জানা যায়, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই সামুদ্রিক মাছ এবং চিংড়ি ও কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক জেলে মাছ শিকার করছেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কুমিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার চরঘেরা জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল সাগরপাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কোস্টগার্ড ভাটিয়ারির কন্টিনজেন্ট কমান্ডার বাকী বিল্লাহ, কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া প্রমুখ।

চাটগাঁ নিউজ/দুলু/এসএ

Scroll to Top