চাটগাঁ নিউজ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতল এলাকায় সিডিএম পরিবহনের বাস উল্টে ৫ জন নিহত হয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন। তবে নিহতদের তাদের পরিচয় পাওয়া যায়নি।
তিনি জানান, সন্ধ্যা চট্টগ্রামমুখী লেনে সিডিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাইওয়ে পুলিশের কুমিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বলেন, সিডিএম পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাক ও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এ পর্যন্ত মোট পাঁচজনের লাশ আমরা পেয়েছি। এর মধ্যে ৪ জন ঘটনাস্থলেই মারা গেছেন। একজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত অনেকে আছেন। সংখ্যাটা এখনও পাওয়া যায়নি। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজন আছে।
চাটগাঁ নিউজ/এসএ






