পড়া হয়েছে: 43
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে নারিকেল গাছ থেকে পড়ে নাজিম উদ্দীন মুন্না (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মুন্না উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৩নং ওয়ার্ড খাদেমপাড়া গ্রামের মৃত ইসহাক ফকিরের ছেলে।
রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খাদেম পাড়া গ্রামের মো. রাসেদ জানান, মুন্না রোববার বিকালে অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটার পশ্চিমে পুরাতন ডাকবাড়ির আবুল কাসেমের নারিকেল গাছে ওঠে। এ সময় অসাবধানবশত নারিকেল গাছের ডগায় পা দিলে সে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে সে মারাত্মক জখম হয়।
পরে স্থানীয় ও স্বজনরা তাকে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন