পড়া হয়েছে: ৩০
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকার একটি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে ওয়্যারলেস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ফৌজদারহাট ক্যাডেট কলেজের মুখোমুখি মহাসড়কের পশ্চিম পাশের একটি দোকানে আগুন লাগে। দোকানটি অবৈধভাবে গাড়িতে তেল বিক্রি করতো। ড্রামে থাকা তেল বিস্ফোরণ হওয়ার শঙ্কা থাকলে পরে আগুন নিয়ন্ত্রণে আসলে সবার মাঝে সস্তি আসে।
ফায়ার সার্ভিসের ওয়্যারলেস অপারেটর মো. মিনহাজ বলেন, রাত ১২ টা ৮ মিনিটে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট একটি তেলের দোকানে আগুন লাগার সংবাদ পাই। ঘটনাস্থলে আগ্রাবাদ এবং সীতাকুণ্ড থানার পৃথক তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ