চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় একটি তেলের ডিপোতে কাজ করার সময় ভয়াবহ এক দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন ।
নিহত সে যুবকের নাম আরিফ হোসেন (১৮)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাতে মো. জামাল কোম্পানির কালো তেলের ডিপোতে কাজ করার সময় এক শ্রমিক হঠাৎ নিচে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে এক কর্মকর্তাসহ আরও তিন শ্রমিক ডিপোর মধ্যে পড়ে গিয়ে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন।
পরে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হোসেনের মৃত্যু হয়। কিন্তু আজ শুক্রবার দুপুর পর্যন্ত তার পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরে তার বোন এসে পরিচয় নিশ্চিত করে বলে জানা গেছে।
জানা যায়, আরিফ হোসেন ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পালংখালী উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ হন। পরে সেখান থেকে এসে সীতাকুণ্ডে নিজের এক দুলাভাইয়ের সঙ্গে দুর্ঘটনা কবলিত ডিপোতে চাকরি শুরু করেন।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সৈয়দ আব্দুল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন জানান, রাত ৯টার দিকে আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিহত একজনের পরিচয় নিয়ে ধোঁয়াসা তৈরী হয়েছিল।
চাটগাঁ নিউজ/জেএইচ