সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে ২৫ জন আহত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মোস্তফা সিএনজি পেট্রোল পাম্পের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানাযায়, হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট পিকআপ ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। তাতে পিকআপ ভ্যানটি মোস্তফা পেট্রোল পাম্পের ভিতরে ঢুকে যায়। পরে সামনে থাকা আরেকটি বড় কাভার্ডভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয় বাসটি। এতে হানিফের চালক সহকারিসহ অন্তত ২৫ জন বাস যাত্রী আহত হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় জনতা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, দ্রুতগতির একটি বাস পিছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গাড়িগুলো থানা হেফাজতে রয়েছে।

চাটগাঁ নিউজ/কামরুল/ ইউডি 

Scroll to Top