সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ ঘটনাটি ঘটে।

এদিকে খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ ছিদ্দিকী জানিয়েছেন, সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকায় ঢাকা মুখী রেলপথে অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছে।

দুপুর ১২টায় খবর পেয়ে বৃদ্ধটির মরদেহ উদ্ধার করেছি আমরা। তবে নাম পরিচয় পাওয়া যায়নি এখনো। তার বয়স আনুমানিক ৬০।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top