চাটগাঁ নিউজ ডেস্কঃ সীতাকুণ্ডে ট্রেনে কাঁটা পড়ে মো. মান্নান (৩৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার পৌরসদর রেলস্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত মান্নান ভোলা লালমোহন থানার বাসিন্দা মো. সিদ্দিকের পুত্র। সে তার স্ত্রী কোহিনুরকে নিয়ে পৌরসদর এলাকার রেলওয়ে স্টেশন সংলগ্ন ভাড়া বাসায় থাকতেন। আজ সকালে তিনি দক্ষিণ রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় একটি অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে সকাল ৭টার দিকে তার স্ত্রী কোহিনুর আক্তার ঘটনাস্থলে ছুটে আসেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আমজাদ হোসেন চাটগাঁ নিউজকে বলেন, ঠিক কোন ট্রেনে কাঁটা পড়ে মারা গেছে আমরা নিশ্চিত হতে পারিনি। সকাল ৭টার দিকে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার খবর শুনে আমরা সেখান থেকে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন







