সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক দোকান কর্মচারীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় জুয়েলারি দোকানের এক কর্মচারী নিহত হয়েছেন। নিহতের নাম শিমুল ধর (৫৬)। সে ফটিকছড়ির মৃত আশুতোষ ধরের ছেলে।

রোববার (৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার সময় সীতাকুণ্ড পৌরসদরের রেললাইনের কাছে এ ঘটনা ঘটে।

নিহত শিমুল ধর সীতাকুণ্ড পৌর সদরের একটি জুয়েলারি দোকানের কর্মচারী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ জানান, চট্টগ্রামমুখী একটি ট্রেনের ধাক্কায় নিহত হন। তার বাড়ি ফটিকছড়ি বলে নিশ্চিত করেছেন তার পরিবারের লোকজন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top