পড়া হয়েছে: 72
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি।
রোববার (২৪ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার জোড়বটতল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। তার নাম পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন