সীতাকুণ্ডে ট্রাকে গ্যাস রিফিল করার সময় সিলিন্ডার বিস্ফোরণ

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে একটি ট্রাকে গ্যাস রিফিল করার সময় হঠাৎ ট্রাকের সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরণ হয়।

এ সময় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বড় ধরনের হতাহত না হলেও ট্রাক চালকসহ ৪ জন সামান্য আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ এলাকায় ‘মেসার্স চট্টলা সিএনজি’ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ট্রাক এবং ফিলিং স্টেশন বেশ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ট্রাক গ্যাস রিফিল করার সময় হঠাৎ করে ট্রাকের একটি পুরাতন ও মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় ট্রাকের অন্য সিলিন্ডারগুলো অদুরে গিয়ে পড়ে। বিস্ফোরিত সিলিন্ডারের একটা অংশ ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০০ গজ দুরে গিয়ে পড়ে। বিস্ফোরণে ফিলিং স্টেশনের কাউন্টারের সব গ্লাস ভেঙে পড়ে যায়।

চট্টলা সিএনজি ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা (ম্যানেজার) জাহেদ বলেন, ট্রাক লাগানো সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরনে গ্যাস রিফিল মেশিন ও ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের গ্লাস ভেঙে গেছে। তবে বিস্ফোরণের দেড় ঘন্টা পর ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেন তারা। এরপর আগের মত স্বাভাবিক নিয়মে চলছে ফিলিং স্টেশনের কার্যক্রম।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top