সীতাকুণ্ডে ট্রাকচাপায় এক বৃদ্ধের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেটের সামনে ট্রাক চাপায়  পথচারী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. আশেক।

দুর্ঘটনায় নিহত আব্দুল হালিম (৭০) বাঁশবাড়িয়া গ্রামের চৌধুরী বাড়ির মৃত মনির আহমেদের ছেলে।

উপ-পরিদর্শক মো. আশেক জানান, বাঁশবাড়িয়া এলাকায় রাস্তার পাশে হাটার সময় ট্রাকের ধাক্কা লাগলে আবদুল হালিম (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ সুরতহাল করতে হিমঘরে রাখা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top