সীতাকুণ্ডে ছাত্রলীগ-যুবলীগের ৭ কর্মী গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন সফল করতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা ও কুমিরা এলাকায় মিছিল ও মহাসড়কে অগ্নিসংযোগ করে শেখ হাসিনার পক্ষে শ্লোগান দেয় সংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের মোট ৭ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ-যুবলীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লকডাউন কর্মসূচিকে সফল করতে বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা এলাকায় সড়কে আগুন দিয়ে বিভিন্ন শ্লোগান দেয় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা। একইভাবে তারা কুমিরা এলাকাতেও মহাসড়কে সংক্ষিপ্ত মিছিল করে শেখ হাসিনার পক্ষে শ্লোগান দেয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top