সীতাকুণ্ডে চালককে হত্যা করে রিকশা ছিনতাই, আটক ২

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যাটারি চালিত রিকশা চালককে গলা কেটে হত্যা করছে দুর্বৃত্তরা। নিহত রিকশা চালকের নাম হাবিবুর রহমান জিহাদ (১৫)।

বুধবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার সময় সীতাকুণ্ড পৌরসভার শেখপড়া এলাকায় একটি ডোবা হইতে পুলিশ জিহাদের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় রিকশা ছিনতাইকারী বাপ্পি (২২) ও রাজিব (২৫) নামে দুইজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। তারা দুইজনের বাড়ি সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নে।

নিহত রিকশা চালক কিশোর জিহাদ সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের দিদারুল আলমের ছেলে। সে বর্তমানে সীতাকুণ্ড পৌরসভার গোডাউন রোডের সোবাহানবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান জিহাদ সীতাকুণ্ড পৌরসভার জিনিয়াস স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করতো। পারিবারিক আর্থিক টানাপোড়েনে রাতে ব্যাটারি চালিত রিকশা চালাতো। মঙ্গলবার রাত ১০টায় রিকশা নিয়ে বের হলে দুই ছিনতাইকারী রিকশাটি ভাড়া করে পৌরসভার শেখপাড়া এলাকায় একটি নির্জন স্থানে নিয়ে জিহাদকে গলা কেটে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যায়। বুধবার সকালে তারা রিকশাটি উপজেলার কদমরসুল এলাকায় একটি গ্যারেজে বিক্রি করতে গেলে গ্যারেজের মালিকের সন্দেহ হলে রিকশার পেছনে থাকা মালিকের নাম্বারে ফোন দেন। এসময় তারা ছিনতাইকারী বুঝতে পেরে দুইজনকে আটক করে মালিককে খবর দেয়। জিজ্ঞাসাবাদে তারা চালক জিহাদকে হত্যা করেছে বলে স্বীকার করে এবং লাশ কোথায় রেখেছে জানালে পুলিশ তাদের ডোবা থেকে মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বলেন, ছিনতাইকারীচক্র ব্যাটারি চালিত রিকশা ভাড়া নিয়ে চালককে হত্যা করে। রিকশাটি বিক্রি করতে গেলে স্থানীয়রা দুইজনকে আটক করে। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করি। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top