সীতাকুণ্ডে চায়ের দোকানে ড্রাম ট্রাক, নিহত ১

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরায় একটি চায়ের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক ঢুকে গেলে এতে ঘটনাস্থলে প্রাণ হারান ১ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন।

শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার ছোট কুমিরাস্থ ইলিয়াস পেট্রোল পাম্প নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মোঃ আবসার আলী (৫৩) তার বাড়ি চন্দনাইশ উপজেলায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক সড়কের পাশে চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় অপর আরেকটি গাড়ির হেলপার ড্রাম ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলে নিহত হন। এঘটনায় উক্ত ড্রাম ট্রাকের চালক গাড়িতে আটকা পড়লে ফায়ার সার্ভিসের টিম তাকে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ায় সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িতে আটকা পড়া চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। ঘটনায় অপর গাড়ির এক সহকারী নিহত হন।

চাটগাঁ নিউজ/কামরুল/জেএইচ

Scroll to Top