সীতাকুণ্ডে গ্রেফতার এক ডাকাত সর্দার 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আত্মগোপনে থাকা ডাকাত দলের সর্দার নিজাম উদ্দিন ওরফে নিজাম ডাকাতকে (৪৩)-কে গ্রেফতার করেছে র‍্যাব -৭। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সীতাকুন্ড পৌরসভার মধ্যম এয়াকুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) র‍্যাব -৭ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত নিজাম উদ্দিন প্রকাশ নিজাম ডাকাত সীতাকুণ্ড উপজেলার জোড় আমতল এলাকার শফিউল আলমের ছেলে। তার নামে মাদক, অস্ত্র, ডাকাতি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top