সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ডে কেডিএস লজিস্টিকে ট্রাক চাপায় মো. মাহিন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে চারটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় কেডিএস লজিস্টিক ডিপোতে এ ঘটনা ঘটে।
নিহত মাহিন মহেশখালীর কালাগাজী পাড়ার মীর কাসেমের ছেলে। সে উক্ত ডিপোতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, কেডিএস লজিস্টিকের ভিতরে একটি ট্রাক পিছনের দিকে যাওয়ার সময় ওই শ্রমিককে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, কেডিএস ডিপোতে ট্রাক চাপায় এক শ্রমিক নিহত হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন