সীতাকুণ্ডে কুপিয়ে যুবলীগ নেতাকে হত্যা 

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মুরাদপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার শিকার মুসলিম উদ্দিন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা ছয়টার দিকে বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানার বাইরে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মুসলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা করে। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন মুসলিম উদ্দিনের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মেম্বার। তিনি বলেন, বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল মুসলিম উদ্দিন। সন্ধ্যা ছয়টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তাকে। খবর পেয়ে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ বর্তমানে মেডিক্যালের মর্গে রাখা আছে।

বিষয়টি জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, পুলিশকে এখনো পর্যন্ত কেউ হত্যাকাণ্ডের বিষয়টি অবগত করেনি। আমরা খোঁজ খবর নিচ্ছি, লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

চাটগাঁ নিউজ/কামরুল/জেএইচ

Scroll to Top