সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মানসিক ও শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সরোয়ার জাহান (২৬) নামের এক যুবক।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের উত্তর বাইপাসে ভূঁইয়া টাওয়ারের বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। সরোয়ার জাহান সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালের কর্মচারী এবং ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল থানা সাতপুর গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলীর পুত্র।
জানা যায়, হাসপাতালের কর্মচারীরা পার্শ্ববর্তী বিল্ডিংয়ে ভূঁইয়া টাওয়ার স্টাফ রুমে রাত্রী যাপন করেন। মঙ্গলবার রাতে তার নাইট ডিউটি ছিল। কিন্তু বিল্ডিংয়ের কেয়ারটেকার রুমে গিয়ে দেখে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলে আছে সরোয়ার জাহান।
সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসেন বলেন, সে হাসপাতালে চাকরি নিয়োগের পর থেকে শারীরিক জটিলতা ও মানসিক সমস্যায় ছিল।
সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. মজিবুর রহমান বলেন, সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ও শারীরিকভাবে সমস্যায় ছিলেন, হয়তো টেনশনে আত্নহত্যা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন