সীতাকুণ্ডে আড়াই লক্ষ বাগদা চিংড়ির পোনা জব্দ, সাগরে অবমুক্ত

সীতাকুণ্ড প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া থেকে সাতক্ষীরা পাচারের সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই লক্ষ ৫০ হাজার বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৯ আগস্ট) ভোরে গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে উপজেলার কুমিরা এলাকা থেকে পিকআপ ভর্তি ২৫ টি ড্রামে করে পাচারের সময় সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে এসব পোনা জব্দ করা হয়।

জব্দকৃত আড়াই লক্ষ বাগদা চিংড়ির রেনু পোনা সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটঘর এলাকায় সাগরে অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছির বিল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুমিরা এলাকায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় বাগদা চিংড়ির পোনা চকরিয়া থেকে সাতক্ষীরায় পাচারের সময় জব্দ করা হয়। একশ্রেণির অসাধু জেলে বছরের এই সময়টাতে অবৈধভাবে ছোট জাল দিয়ে বাগদা চিংড়ির রেণু পোনা ধরে সংরক্ষণ করে রাখে। পরিমাণে বাড়লে ট্রাকে করে এসব পোনা চালান করে।

অভিযানে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের ইনুমারেটর রাসেল দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top