সীতাকুণ্ডে অস্ত্রের কারখানার সন্ধান: অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় বিশেষ অভিযানে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় চারজনকে আটক করা হয়।

শনিবার (৩০ আগস্ট) সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।

অভিযানে দেশীয় তৈরি ৬টি অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, ওয়াকিটকি চার্জার ২টি, একটি মেগাফোন, ৪টি প্যারাসুট ফ্লেয়ারসহ অস্ত্র তৈরির নানা সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, আটক চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া শেষে নিকটস্থ থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top