সীতাকুণ্ডে অস্ত্রধারী ডাকাতদের হামলায় ১২ গরু লুট

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রের মুখে ফার্মের মালিককে জিম্মি করে ১২টি গরু লুট করেছে ডাকাতদল।

সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নজরুল ও ইসমাইল হোসেনের মালিকানাধীন এনআই এগ্রো ফার্মে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের এবং ক্ষতিগ্রস্ত মালিকদের তথ্য অনুযায়ী, ১০ দিনের ব্যবধানে এ উপজেলায় এটি দ্বিতীয়বারের মতো গরু লুটের ঘটনা। লুট হওয়া ১২টি গাভির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল ফার্মে প্রবেশ করে মালিক ইসমাইল হোসেন এবং পাশের দোকানের মালিক মো. আমিনকে অস্ত্র দেখিয়ে বেঁধে রাখে। প্রায় ১৫–২০ মিনিটের মধ্যে ১২টি গরু ট্রাকে তোলা হয়।

ইসমাইল হোসেন জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ১৫–২০ জনের দল মুখ বাঁধা অবস্থায় ফার্মে ঢুকে তার হাত-পা বেঁধে রাখে। ডাকাতদের হাতে লম্বা ছুরি ছিল। মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়।

ফার্মের পাশের দোকানের মালিক মো. আমিন জানান, ডাকাতরা তাকে মুখ-বাঁধা করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল এবং তারা ইশারায় একে অপরের সঙ্গে যোগাযোগ করছিল।

এ ঘটনায় ফার্মের মালিক ইসমাইল হোসেন দুপুরে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর জানান, বাঁশবাড়িয়া এলাকায় গভীর রাতে একটি ফার্ম থেকে গরু লুটের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মামলা দায়ের হয়েছে। গরু উদ্ধার ও আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে ১৯ ডিসেম্বর সিরাজগঞ্জ থেকে চট্টগ্রামে আসার পথে সীতাকুণ্ডে ডাকাতরা অস্ত্রের মুখে ট্রাক চালককে জিম্মি করে ২৮টি গরু লুট করেছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে তা উদ্ধার করে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top