সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মমতাজ বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মোহাম্মদ সাইফুল হক (৩০) ও তার কন্যা হুমায়রা সায়মা (৪) আহত হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাটস্থ কালুশাহ নগর ওভারব্রীজ এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহত মমতাজ বেগম পঞ্চগড় জেলার অটোয়ারী থানার বলরামপুর ইউনিয়নের আরাজী চামেশ্বরী গ্রামের মো. আব্দুল আজিজের মেয়ে। তিনি ফৌজদারহাট নার্সিং কলেজের ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থী বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাতে স্বামী ও কন্যাসহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মমতাজ বেগম মারা যান।
আহত স্বামী ও মেয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন বলেন, মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রী কন্যাসহ আহত হয়। তাদের চমেক হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার দুপুরে মমতাজ বেগম নামে ঐ নারী মারা যান। স্বামী ও কন্যা বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন