সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে বহিষ্কার

সীতাকুণ্ড প্রতিনিধি: দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top