সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের শীতলপুরে গাড়ির ধাক্কায় মোহাম্মদ তাইজুদ্দিন (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ রবিবার সকাল ৯টার সময় উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় মহাসড়কে ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ভোলা জেলার ভোলা সদরের দক্ষিণ বালিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
জানা গেছে, নিহত ব্যক্তি রড মিস্ত্রির কাজ করে। কাজের কিছু মালামাল নেয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় ঢাকামূখী একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন বলেন, রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ির গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হন। আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/কামরুল/ইউডি