সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও শ্রমিকদল নেতা মীর আরমান হোসাইনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরমান রাঙ্গুনিয়া থানার মৃত মীর মোতাহের হোসেনের ছেলে। তিনি ছিন্নমূলের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরমান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিন্নমূল এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করার সময় তার মোবাইলে একটি কল আসে। তখন তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার থাকেন তিনি। পরে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন তার পায়ের রগ কাটা এবং শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়েছে।এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে এ হত্যাকাণ্ডের কারণ জানতে না পারলেও দলীয় কোন্দলের কারণে আরমান খুন হতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় আরমান হোসাইন নামে এক যুবক খুন হয়েছেন। বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে।

চাটগাঁ নিউজ/দুলু/এসএ

Scroll to Top