সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ডে রেললাইন থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা দেড়টার সময় উপজেলার কুমিরা রেলওয়ে স্টেশনের রেললাইন থেকে উক্ত ব্যক্তির লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান এ ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আশরাফ ছিদ্দিক বলেন, কুমিরা রেলওয়ে কিলোমিটার ৩৭/৩-৪ এর মধ্যবর্তী ডাউন লাইনের পাশে আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হন। খবর পেয়ে আমরা লাশের সুরতহাল প্রতিবেদন শেষে চমেক হাসপাতালে প্রেরণ করি। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top